ডাল্টনের আংশিক চাপ সূত্রটি হলো: কোন নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াবিহীন কোন গ্যাস মিশ্রনের কোন একটি উপাদান গ্যাস ঐ তাপমাত্রায় মিশ্রণের সমস্ত আয়তন একাকী দখল করলে যে চাপ প্রয়োগ করতো ,তাকে ঐ উপাদান গ্যাসের আংশিক চাপ বলা হয় ।ঐ গ্যাস মিশ্রণের মোট চাপ ও তাপমাত্রায় তার উপাদান গ্যাস সমূহের আংশিক চাপসমূহের যোগফলের সমান।