জাপান একটি যৌগিক আগ্নেয়গিরীয় দ্বীপমালা। এই দ্বীপমালাটি ৬.৮৫২টি দ্বীপ নিয়ে গঠিত। জাপানের বৃহত্তম ৪টি দ্বীপ হল হোনসু, হোক্কাইদো,ক্যুৎ ও শিকোকু।তন্মধ্যে হোনসু জাপানের বৃহত্তম দ্বীপ।
বাংলাপ্রশ্ন ডট কম একটি অনলাইন ফোরাম সাইট, যেখানে বাংলা ভাষায় বিভিন্ন বিষয়ে আলোচনা এবং জ্ঞান বিনিময়ের সুযোগ রয়েছে। এই ফোরামটি বাংলা ভাষাভাষীদের জন্য একটি মুক্ত প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে, যেখানে ব্যবহারকারীরা নিজেদের মধ্যে প্রশ্ন করতে পারেন এবং সেই প্রশ্নের উত্তর দিতে পারেন।