শিব পুরাণ মতে, মাঘ মাসে পরশুরাম নিজের মহাপাপ থেকে মুক্তির জন্য ব্রহ্মার উপদেশে শিবের নিকট যাওয়ার জন্য কৈলাশে যান। কিন্তু কৈলাশে পরশুরাম শিবের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করলে তাতে বাঁধা হয়ে দাঁড়ালেন হৈমবতী নন্দন গণপতি। উভয়ের মধ্যে প্রথমে বাক যুদ্ধ ও পরে ঠেলাঠেলির মাধ্যমে গণপতি পরে যান এবং তাঁর একটি মুশল অর্থাৎ হস্তী বদনের একটি দন্ত ভগ্ন হয়। সেই মুশল থেকেই মুলা গাছের জন্ম বলেই মাঘ মাসে হিন্দুদের অর্থাৎ সনাতন ধর্মাবলম্বীদের মুলা ভক্ষণ নিষিদ্ধ।