ফ্যারাডের সূত্রের সীমাবদ্ধতা গুলো হল :(১) ফ্যারাডের সূত্র কেবলমাত্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বেলায় প্রযোজ্য ।(২) যেসব ক্ষেত্রে শতভাগ তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতিতে তড়িৎ প্রবাহিত হয় শুধুমাত্র সেসব ক্ষেত্রে ফ্যারাডের সূত্র শতভাগ প্রযোজ্য ।(৩) কোনো তড়িৎ বিশ্লেষ্যে একসাথে একাধিক জারণ বিজারণ ঘটলে ফ্যারাডের সূএের গণনার ক্ষেত্রে ত্রুটি ঘটবে।